বে অব বেঙ্গল নিউজের আজকের রাশিফলঃ বিশেষ ধারাবাহিক অনুচ্ছেদ ২২ ডিসেম্বর ২০২০ (2020)
আজকের রাশিফলঃ বে অব বেঙ্গল নিউজের বিশেষ ধারাবাহিক অনুচ্ছেদ আজকের রাশিফল।

আজ ২২ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার বাংলা বর্ষের ৭ পৌষ ১৪২৭সন।
আজকের রাশিফল মেষ রাশিঃ
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বর্ধিত ব্যয় নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ব্যয় হলে আয় ও হইবে। বিদেশ যাত্রার চেষ্টায় সফলতা আসিতে পারে। আপনার বৈদেশিক পণ্য আমদানির প্রক্রিয়ায় অপ্রত্যাশিত অগ্রগতি আশা করিতে পারেন। তবে কিছু অর্থ উৎকোচ হিসেবে ব্যয় করিতে হইবে।
আজকের রাশিফল বৃষ রাশিঃ
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): বড় ভাই এর পদোন্নতিতে আপনার ব্যবসায়ীক কাজের যোগাযোগ আগের তুলনায় বাড়িতে চলিছে। চাকরিজীবীদের আয়ের নতুন সুযোগ খুলিতে শুরু করিবে। বন্ধুর পরামর্শে কোনো বিনিয়োগে লাভের মুখ দেখিতে পারিবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে লাভের সুযোগ আসিবে।
আজকের রাশিফল মিথুন রাশিঃ
মিথুন রাশি (২১ মে-২০ জুন): চাকুরিজীবীদের মনের বাসনা পূরণ হইবে। বেকারদের জীবনে কর্ম লাভের সুযোগ বলবান। পরিচিত আত্মীয় বা বন্ধুর তদবিরে চাকরিতে উন্নতির দিন। রাজনৈতিক সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাইবে।পদস্থ কর্মকর্তার দ্বারা উপকৃত হতে পারিবেন।
আজকের রাশিফল কর্কট রাশিঃ
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): আপনার উচ্চ শিক্ষার দ্বারা আপনার ভাগ্য গড়িতে পারিবেন। অতীতের কথা ভুলে নতুন করে পড়াশোনা শুরু করতে পারিবেন। বিদেশে জীবিকার প্রয়োজনে যাওয়ার চেষ্টায় সফলতার দিন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের দ্বারা মানসিক শান্তি বজায় থাকিবে।
আজকের রাশিফল সিংহ রাশিঃ
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): দিনটি মনের মতো নয়। অপ্রত্যাশিত জটিলতার সম্মুখীন হইতে হইবে। পুলিশি হয়রানির আশঙ্কা তো থাকছেই সঙ্গে আইনগত জটিলতারও ভয় রয়েছে। পাওনা দেনা পরিশোধের চাপ বৃদ্ধি পাইলেও আয় রোজগার তুলনামূলক ভালো হবে না। অনাদায়ী বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হইতে পারে।
আজকের রাশিফল কন্যা রাশিঃ
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরো ধৈর্যশালী হইতে হইবে। জীবন সাথীর মন মেজাজ ভালো যাইবে না। অকারণে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা রহিয়াছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে কিছু আয় রোজগার হইবে। আত্মীয়ের সাহায্য আশা করিতে পারেন।
আজকের রাশিফল তুলা রাশিঃ
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২অক্টোবর): নিজের উপর আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করিয়া যান। কে কি বলিলো না বলিলো তাই নিয়ে উদ্বিগ্ন না হইয়া কাজে মন দিতে হইবে। আপনার মাঝে সফল হইবার প্রতিটি গুণ বিদ্যমান, শুধু রহিয়াছে ধৈর্যর অভাব। শরীরের প্রতি যত্ন নিতে হইবে। সহকর্মীদের সঙ্গে পারত পক্ষে লড়িতে যাইবেন না।
আজকের রাশিফল বৃশ্চিক রাশিঃ
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):সৃজনশীল পেশাজীবী, শিল্পী কলাকুশলী ও মিডিয়ার নির্মাতাদের দিনটি বলবান। আয় রোজগারের সুযোগকে হাতছাড়া করা ঠিক নহে। রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হইবে। বড় পর্দা বা ছোট পর্দায় কাজের সুযোগ আসিতে চলিছে। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে অহেতুক চিন্তা করে কোনো লাভ হইবে নাহ।
আজকের রাশিফল ধনু রাশিঃ
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত অগ্রগতি হইবে। পারিবারিক কোনো প্রত্যাশিত কাজে হাত দিতে পারিবেন। আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব কমিয়ে আনিতে হইবে। কর্মস্থলে আপনার কাজের জন্য হইবেন সম্মানিত।
আজকের রাশিফল মকর রাশিঃ
মকর রাশি(২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): সকল প্রকার যোগাযোগের ক্ষেত্রে সফল হইবেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভের দিন। আপনার প্রচার প্রচারণার কাজে দিনটি বলবান। অনলাইনে ক্রয় বিক্রয়ে লাভের আশা করিতে পারেন। ছোট ভাই-বোনের বিবাহ শাদীর আলোচনায় আপনাকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হইবে।
আজকের রাশিফল কম্ভ রাশিঃ
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আর্থিক উন্নতির জন্য আপনাকে কিছু নিষ্ঠুর আচরণ করতে হইবে। সঞ্চয়ের চেষ্টায় সফল হইবার প্রয়োজন। বকেয়া ব্যবসায়ীক পাওনা আদায়ে কঠোর হতে হইতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসা বা বস্ত্র ব্যবসায়ীদের আয় রোজগারে অগ্রগতি হইবে।
আজকের মীন রাশির রাশিফলঃ
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): আজ নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে সফল হইতে হইবে। মানসিক জোর বৃদ্ধির দিন। শারীরিক সকল জটিলতা কাটিয়ে কাজে সময় দিতে পারিবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে আপনার দূরদর্শিতা আপনাকে কাঙ্ক্ষিত লাভের পথে নিয়ে যাইবে।