নগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী……

নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নং জালালাবাদ ওয়ার্ড, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকাল থেকে নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উপদেষটা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীসহ প্রমূখ নেতৃবৃন্দ তিনটি ওয়ার্ড পরিক্রমার মাধ্যমে এই বৃক্ষরাজী বিস্তার কর্মকাণ্ড শুরু করেন।
প্রতি ওয়ার্ডে ২০০ টি করে গাছের চারা রোপণ করা হচ্ছে। সামাজিক সংগঠন “স্বনির্ভর ফাউন্ডেশন ” এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
রোকন উদ্দীন / স্টাফ রিপোর্টার/ বি বি এন