চট্টগ্রামে শিকড়’র মাস্ক বিতরণ কর্মসূচী
চট্টগ্রামঃ চট্টগ্রামে শিকড় এর ফ্রি মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি উদ্বোধন করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া। সামাজিক সংগঠন শিকড় এর উদ্যোগে নগরীর সুগন্ধা আবাসিক এলাকা সম্মুখে করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

শিকড় এর সভাপতি সাদেক ইহতেশাম কাশফীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আল তানিয়ার পরিচালনায় উক্ত কর্মসূচির উদ্বোধন করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজিবী লীগের যুগ্ম আহ্বায়ক শাহেদ হায়দার খান, নগর যুব লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সাকু, যুবলীগ নেতা জাওয়াদ আলী চৌধুরী, ওসি তদন্ত কবিরুল ইসলাম, সাব ইন্সপেক্টর খোন্দকার মোতালেব তালুকদার, লা মোর ইভেন্ট’র পরিচালক সাদ শাহরিয়ার।
জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন আসাদুল হক আসাদ, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহেদুল ইসলাম খোকন, বিধান চৌধুরী বড়, আইন কলেজ ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রনেতা সাইফুর রহমান মাসুদ, কাঞ্চন দাশ প্রমুখ।
বক্তারা বলেন, করোনা প্রতিরোধে এই মুহুর্তে জ্যাকসিন হচ্ছে মাস্ক, মাস্ক পড়–ন নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপ চলছে প্রথম ধাপে জনগণের সচেতনতার কারণে ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছি। দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। তাই আসুন সচেতন হয়। কর্মসূচির অংশ হিসেবে এক হাজার জনসাধারণের মাঝে ফ্রি মাক্স বিতরণ করা হয়। এবং পাঁচলাইশ থানার মোড়ে কর্মসূচি সমাপ্ত করেন পাঁচলাইশ থানার ওসি তদন্ত কবির।
চট্টগ্রাম / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news