চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ-ছাত্র সংসদের কর্মসূচী পালন

চট্টগ্রামঃ চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের উদ্যোগে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আইন কলেজ ছাত্রলীগ এ ছাত্র সংসদ প্রতিবাদ সমাবেশ করেছেন আইন কলেজের সামনে।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ-ছাত্র সংসদের কর্মসূচী পালন
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ-ছাত্র সংসদের কর্মসূচী পালন

সোমবার সন্ধ্যা ৭ টায় আইন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শেখ সাদি সভাপতিত্বে ও ছাত্রসংসদের বিতর্ক সম্পাদক ইকবাল হোসেন জনি ও কলেজ ছাত্রলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সভাপতি রহমত উল্ল্যাহ রিফাত, আইন কলেজ ছাত্র সংসদের জিএস মাহফুজুর রহমান মাফুজ, আইন কলেজ ছাত্রলীগের পাঠাগার বিষয় সম্পাদক তসলিম উদ্দিন; আইন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান, হাসিবুল হোসেন রিপন, মোহাম্মদ বাদশা।

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সভাপতি রহমত উল্ল্যাহ রিফাত বলেন, ৭১ এর পরাজিত শক্তি ধর্মের নামে রাজনীতি করে বাংলার রাজনীতিতে সব সময় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে তাদের পরাজয়ের বদলা নিতে চায়। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে মৌলবাদী গোষ্ঠি কর্তৃক যেকোন অপরাজনীতির বিরুদ্ধে তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।

প্রধান বক্তা অত্র কলেজ সংসদের জিএস মাহফুজুর রহমান মাফুজ বলেন মুক্তি যোদ্ধের চেতনা বাস্তবায়ন এই আমাদের অঙ্গীকার ঐ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বি এন পি, জামাতের মদদপৃষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোকে রুখতে হবে ।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন রাজীব হোসেন রাজু , মোঃ জাহাঙ্গীর আলম, কামরুল মিটু, ফখরুদ্দিন, মোহাম্মদ শহিদ, আব্দুর রহমান আরাফ, ইসমাইল হোসেন, আদনান হোসেন ও ১ম ও ২য় বর্ষের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি উগ্র মৌলবাদী গোষ্ঠি কর্তৃক রাতের আধারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে জাতিকে কলংকিত মুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আইন কলেজ মোড় থেকে শুরু হয়ে আন্দরকিল্লা প্রদক্ষিণ করে আবার আইন কলেজ এর কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংসদের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

চট্টগ্রাম / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news / BBN