চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানবতার দেয়াল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে “উদ্দীপ্ত বাংলাদেশ ” সংগঠনের পক্ষ থেকে মানবতার দেয়াল গঠনের উদ্যোগ নেওয়া হয়৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানবতার দেয়াল


শীতকালে দুঃস্থ লোকেদের দিনাতিপাত করতে প্রচুর কষ্ট হয়৷ তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়৷
অপ্রয়োজনীয় কাপড় গুলো এখানে রেখে গেলে প্রয়োজনীয় মানুষ রা কাপড় এখান থেকে সংগ্রহ করবেন৷
এভাবেই মানবতা হবে বলছেন সংগঠনটির সদস্যরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ” উদ্দীপ্ত বাংলাদেশ ” এর উদ্যোগে মুক্ত দেওয়াল স্হাপন করা হয়। এখানে চাইলে যেকেউ অপ্রয়োজনীয় শীতবস্ত্র রেখে যেতে পারবেন, দরিদ্র ও অসহায় যাদের প্রয়োজন, চাইলে নিয়ে যেতে পারবেন বলে জানালেন তারা।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ছাত্র উপদেষ্টা সিরাজউদ্দৌলা, সহকারী প্রক্টর শহীদুল ইসলাম। এবং দেয়াল সাজায় সংগঠনটির সদস্য গীতাঞ্জলী রায়।

বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS