ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান এম পি
ঢাকাঃ ধর্ম প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান। ২৩ নভেম্বর (সোমবার) মন্ত্রী পরিষদ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

২৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের উপর ন্যস্ত করার প্রস্তুতি চলছে। বঙ্গভবন সূত্রে জানা গেছে, সেই ব্যক্তি ফরিদুল হক খান। তবে তিনি প্রতিমন্ত্রী নাকি পূর্ণমন্ত্রী হচ্ছেন তা নিশ্চিত করে বলা হয়নি।
ফরিদুল হক খান জামালপুর-২ (ইসলামপুর) আসনের টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মন্ত্রীত্বের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘মঙ্গলবার একজনের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ব্যাপারে শুনেছি। তবে এখনও অফিশিয়াল কোন চিঠি বা কল পাইনি।’
উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূণ্য রয়েছে।
এমসিএম / বে অফ বেঙ্গল নিউজ / bay of bengal news / BBN