ছাত্রলীগ থেকে বহিষ্কার হলো দক্ষিণের দুই ছাত্রনেতা

চট্টগ্রামঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম জেকি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুদ্দোজা জুয়েল কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগ থেকে বহিষ্কার হলো দক্ষিণের দুই ছাত্রনেতা
ছাত্রলীগ থেকে বহিষ্কার হলো দক্ষিণের দুই ছাত্রনেতা

২২শে নভেম্বর (রবিবার) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাওহীদুল ইসলাম জেকি (সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা) এবং মোঃ বদ্দরুদ্দৌজা জুয়েল (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

উল্লেখ্য ১৭ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।

উক্ত কমিটিতে টাকার বিনিময়ে জামাত শিবির অনুপ্রবেশের অভিযোগ করে
২১ নভেম্বর (শনিবার) রাতে তৌহিদুল ইসলাম জেকি ও বদরুদ্দৌজা জুয়েলের স্বাক্ষরে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের একটি বিদ্রোহী কমিটি ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, গঠনতন্ত্র অনুযায়ী যেহেতু উপজেলা কমিটি গঠনের এখতিয়ার এক মাত্র জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের তাই গঠনতন্ত্র ভঙ্গ করে ছাত্রলীগের প্যাডে পাল্টা কমিটি ঘোষণার কারণেই বহিষ্কৃত হয়েছেন জেকি ও জুয়েল।

এদিকে কমিটি নিয়ে বিবাদমান দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। দুই পক্ষের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

মুনতাসির চৌধুরী মাহিয়ান / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news / BBN