শাকিব খানের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ
চিত্রনায়ক শাকিব খান সিডিউল ফাঁসানো, প্রযোজককে হত্যার হুমকি, চলচ্চিত্রে শিল্পীদের তার পছন্দমতো না নিলে সেই সিনেমা থেকে সরে দাঁড়ানোসহ নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এ প্রসঙ্গে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, শাকিবের কারণে চলচ্চিত্রে আমার লসের পাল্লাটা ভারী। তার কারণে আমার একটি ছবির শুটিংয়ের কাজ শেষ করতে ৬ মাসের বেশি সময় লেগেছে। তাছাড়া সিনেমা মুক্তি দিতে বিভিন্নভাবে সন্ত্রাসীবাহিনী দ্বারা আমাকে হত্যার হুমকিও দিয়েছেন।
অভিনেতা লিটন হাসমি শাকিব প্রসঙ্গে বলেন, শাকিব খানের কারণে অনেক প্রযোজক সিনেমা বানাতে এসে সর্বশান্ত হয়ে চলে গেছেন। কারণ শাকিব সিডিউল দিয়েও কাজ করতে আসেনি। যার কারণে যে প্রযোজক ২ কোটি টাকার সিনেমা বানাতে এসেছিলেন তার ছবিটি ৪ কোটিতে শেষ হয়েছে। বাকি দুই কোটি টাকা লোন করতে হয়েছে। এবং রিলিজের সময় শাকিব কোনো সহযোগিতা করেনি। এর কারণে সিনেমাটি মুক্তির পর ওই টাকাটা উঠে আসেনি। যার কারণে অন্য প্রযোজকরা এই সকল বিষয় জানার পর কিন্তু আর সিনেমা বানাতে সাহস পায়নি।