গোপালগঞ্জে দুইজন ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পৃথক পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন বৃধ আরেকজন ইজিবাইক চালক। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেঘরিয়া ও তালতলা গ্রামের পৃথক পৃথক খাল থেকে ইজিবাইক চালক্সহ দুইজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জে দুইজন ব্যক্তির লাশ উদ্ধার
গোপালগঞ্জে দুইজন ব্যক্তির লাশ উদ্ধার

পুলিশের হাতে উদ্ধাড় হওয়া নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেঘরিয়া গ্রামের ঠান্ডু শেখ (৬৫) ও একই উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের আরিফ মিয়ার ছেলে ইজিবাইক চালক শামীম মিয়া (২৩)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বে অব বেঙ্গল নিউজকে জানান, গত ২ নভেম্বর ইজিবাইক নিয়ে শামীম বের হন বাড়ি থেকে। আর এরপর থেকে সে ফিরে আসেনি, এর পর বিভিন্ন স্থানে খোঁজ করা হয়।কিন্তু কোথাও পাওয়া যায়নি।

পরে আজ বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার তালতলা গ্রামের একটি খালে শামীমের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, একই উপজেলার তেঘরিয়া গ্রামের আরেকটি খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়, বৃদ্ধের নাম ঠান্ডু শেখ (৬৫)।

নিহতের পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আফিয়া জানান, ঠান্ডু শেখ দুপুরে কচুরিপানা পরিষ্কার করছিলেন বাড়ির পাশের একটি খালে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news / bbn