স্বাস্থ্যঅন্যান্যসকল সংবাদ

হ্যান্ড স্যানিটাইজার থেকে অনেক বেশি উত্তম সাবানঃ বিশেষজ্ঞদের মতামত

সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি এই প্রতিপাদ্য এবছর পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। বিশেষজ্ঞরা বলছেন,হ্যান্ড স্যানিটাইজার আছে সাবান অনেকটাই নিরাপদ। তাই করোনা ভাইরাস প্রতিরোধ আর সুস্থ জীবনযাপনে ছোট বড় সবাইকে এক ঘন্টা পর পর পরিষ্কার পানি দিয়ে ও সাবান দিয়ে হাত  ধোয়ার পরামর্শ  দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

হ্যান্ড স্যানিটাইজার থেকে অনেক বেশি উত্তম সাবানঃ বিশেষজ্ঞদের মতামত
হ্যান্ড স্যানিটাইজার থেকে অনেক বেশি উত্তম সাবানঃ বিশেষজ্ঞদের মতামত

ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনাভাইরাস এর  বিস্তৃতি রোধের প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধুই করোনাভাইরাস এর বিস্তৃতি রোধে নয়, অন্যান্য জ্বর ডায়রিয়া ও জীবাণুবাহিত কিংবা ভাইরাস বাহিত রোগের বিস্তার রোধে ও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখে। 

অবচেতনভাবেই আমরা হাত দিয়ে ক্রমাগত চোখ নাক ও মুখ স্পর্শ করে থাকি।  হাত অপরিষ্কার থাকলে এমনি স্পর্শের মাধ্যমে দেহের ভেতর জীবাণু কিংবা ভাইরাস প্রবেশ করতে পারে। তাই কিছু সময় পর পর স্বাস্থ্যবিধি মেনে সাবান দিয়ে  হাত ধুয়ে নিলে করোনা ভাইরাস সংক্রমণ কিংবা বিস্তার করতে পারে না। 

ইউজিসি  এর অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেছেন, হাত দিয়ে যদি কেউ  পাঁচ সেকেন্ডের মত হাত ধুয়ে নিলে এ ভাইরাস আর থাকেনা। এ ভাইরাস এর বিশেষত্ব হলো এ ভাইরাসের গায়ে একটি আবরণ থাকে যেটা  কোটিং বলা হয়।  এক্ষেত্রে সাবান ওই আবরণ খুব সহজে ধ্বংস করতে পারে। তাই তিনি সবাইকে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

 ২০১৮ সালের এক জরিপে জানা গেছে বাংলাদেশ ন্যাশনাল বুড়ো হাইজেন সার্ভেন্ট তথ্য অনুযায়ী .চল্লিশ ভাগ মানুষের খাবার আগে সামান্য পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস আছে। অন্যদিকে শিশুকে খাওয়ানোর আগে হাত ধুয়ে নেন .পনের ভাগ নারী। আর তেইশ ভাগ পরিবারেরই শৌচাগারের ভেতরে হাত ধোয়ার পানি কিংবা কোন সাবান এর ব্যবস্থা নেই। সেনিটাইজার যেহেতু সব জায়গায় ব্যবহার করা যায় এবং সঙ্গেও রাখা যায়, তাই করোনা মহামারীতে সেনিটাইজার এর চাহিদা অনেকটা বেড়ে গেছে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সেনিটাইজার থেকে সাবান দিয়ে হাত ধোয়া টা অনেক বেশি কার্যকরী।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news