জাতীয়সকল সংবাদ

পুলিশি নির্যাতনে বাবা রায়হানের মৃত্যুর পর এতিম দু বয়সে আলফার কি হবে

সিলেটঃ বাবা রায়হানকে হারিয়ে যেতে দু মাস বয়সি আলফা। রায়হানকে হারানোর সঙ্গে সঙ্গে রায়হানের সন্তান আলফা কে নিয়েও চিন্তিত রয়েছেন রায়হানের স্ত্রী।তার স্ত্রী বলছেন অপরাধ করলে তার বিচার মেনে নেয়া যেত কিন্তু এভাবে পুলিশি নির্যাতনে মৃত্যু মেনে নেয়া যায়না।

পুলিশি নির্যাতনে বাবা রায়হানের মৃত্যুর পর এতিম দু বয়সে আলফার কি হবে
পুলিশি নির্যাতনে বাবা রায়হানের মৃত্যুর পর এতিম দু বয়সে আলফার কি হবে

বাবার অতি আদরের মেয়ে আলফা সবার যেন চোখের মনি কিন্তু নিষ্পাপ শিশু জানেনা তার বাবা আর নেই। রায়হান কোন অপরাধ করলে তার বিচার মেনে নেয়া যেত বলছেন পরিবারের সদস্যরা এভাবে পুলিশি নির্যাতনের তার মৃত্যু হবে তা মানতে পারছেন না কেউ।

রাহান মিস্ত্রি বলেন,  তার কোলে সন্তানের কি উপায় হবে।  আমার স্বামীর সাথে সাথে আমাকেও এক ধরনের পা ভেঙে মেরে ফেলল। মাত্র 10,000 টাকার জন্য আমার স্বামীর জীবনটা নিয়ে ফেললো। এদেশের আইন পুলিশ কে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার প্রধানমন্ত্রী দেয়নি। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাই।

বে অব বেঙ্গল নিউজ / সিলেট