চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা গুরুতর আহত
আজ মঙ্গলবার বিকাল চারটায় চট্টগ্রামের পাহাড়তলী থানাদিন নেছারিয়া মাদ্রাসা সামনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পাহাড়তলী ওয়ার্ড এর কর্মসূচি থেকে ফেরার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিথাস বড়ুয়া চয়ন নামে একজন ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।

চট্টগ্রাম নগরীর একেখান রোডের মেহেফিল ক্লাবের কিছুটা সামনে নেছারিয়া মাদ্রাসা বিপরীতে নগর আওয়ামী লীগের কর্মসূচি হতে ফেরার সময় দুর্বৃত্তদের সশস্ত্র হামলার শিকার হন ছাত্রলীগ নেতা মিথাস বড়ুয়া চয়ন। দুর্বৃত্তরা মিথাস বড়ুয়া চয়নকে পেটে ও পায়ে ছুরি দিয়ে গুরুতরভাবে আঘাত করে ও জখম করেছে বলে জানা যায়।
ঘটনাস্থলে উপস্থিত চয়নের বন্ধু ও প্রত্যক্ষদর্শী একজনের কাছ থেকে ঘটনার ব্যাপারে বে অব বেঙ্গল নিউজ জানতে চাইলে তিনি বে অব বেঙ্গল নিউজকে জানান, চয়ন এবং তারা কয়েকজন নগর আওয়ামী লীগের কর্মসূচি শেষে বাসায় ফেরার সময় পাহাড়তলী থানা দিন নেছারিয়া মাদ্রাসার সামনে কিছু কিশোর অপরাধী ও সন্ত্রাসী তাদের উপর হামলা করে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্রশস্ত্র ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শী। ধারালো অস্ত্রের আঘাতে চয়নের পেটে ও পায়ে গুরুতর জখম হয়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে ছাত্রলীগ নেতা চয়নকে।

সন্ত্রাসী কিংবা কিশোর অপরাধীদের পরিচয় জানতে চাইলে প্রত্যক্ষদর্শী জানান, তিনি তাদের মুখ চেনা চিনেন কিন্তু তাদের নাম জানেন না তবে তারা সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাসুল নিশানের অনুসারী বলে জানান তিনি। নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা যায়।
এ ব্যাপারে গোলাম রাসুল নিশান বে অব বেঙ্গল নিউজকে জানান, তিনি এই ধরনের কোন ঘটনা শুনতে পাননি। তার কাছে এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে তথ্য যায়নি বলেও জানান তিনি।
এ ব্যাপারে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এস আই ধিমান বে অফ বেঙ্গল নিউজকে জানান, এ ব্যাপারে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
ডব্লিউ বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news