চট্টগ্রামে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে অভিযানে নেমেছে দুদক
চট্টগ্রামের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদক এর অভিযানের অংশ হিসেবে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরীর বিরুদ্ধে জমা পড়া অভিযোগ তদন্ত শুরু করেছে সংস্থাটি। এরই মধ্যে সরকারি হাসপাতালে। ২০০৮ সাল থেকে টেন্ডারের নথি তলব করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ-এর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক এবং নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আছে, চট্টগ্রামের স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রণ তার হাতেই। টেন্ডারবাজি ও নিয়োগ-বাণিজ্য ক্লিনিক ব্যবসা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। এর অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে সরঞ্জাম কেনার ভিত্তিতে যে যৌথ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, তার সবগুলোর নথি তলব করেছে দুদক।

চট্টগ্রাম মেডিকেল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর জানান, তিনি তদন্তে দুদককে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে। তিনি বলেন আমার কাছে সব ধরনের নথিপত্র কাগজ যা আছে তা যদি দুদকের প্রয়োজন হয় আমি সহায়তা করব।

চট্টগ্রামের নাগরিক প্রতিনিধিরা জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে সরকারের। এই ব্যাপারে সাংবাদিকদের সুশাসনের জন্য নাগরিক কমিটি চট্টগ্রাম শাখা এর সাধারন সম্পাদক এডভোকেট আখতার হোসেন বলেন, এগুলো সুষ্ঠু তদন্ত হবে, সে যেই হোক যদি প্রমাণ হয়, তাকে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
ডব্লিউ বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news