চট্টগ্রামরাজনীতিসকল সংবাদ

মরহুম আতাউর রহমান খান কায়সারের কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

মরহুম আতাউর রহমান খান কায়সারের কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ
মরহুম আতাউর রহমান খান কায়সারের কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ।

মরহুম আতাউর রহমান খান কায়সারের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৯ অক্টোবর চন্দনপুরাস্থ কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আতাউর রহমান খান কায়সার (৭ সেপ্টেম্বর ১৯৪০ – ৯ অক্টোবর ২০১০) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও কূটনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কায়সার ছিলেন পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম প্রতিনিধি ছিলেন।

আতাউর রহমান ১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর তত্কালীণ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমানঃ বাংলাদেশ) চট্টগ্রাম জেলার আনোয়ারার বারখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার মেয়ে ওয়াশিকা আয়েশা খান বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্য।