মরহুম আতাউর রহমান খান কায়সারের কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

মরহুম আতাউর রহমান খান কায়সারের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৯ অক্টোবর চন্দনপুরাস্থ কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আতাউর রহমান খান কায়সার (৭ সেপ্টেম্বর ১৯৪০ – ৯ অক্টোবর ২০১০) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও কূটনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কায়সার ছিলেন পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম প্রতিনিধি ছিলেন।
আতাউর রহমান ১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর তত্কালীণ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমানঃ বাংলাদেশ) চট্টগ্রাম জেলার আনোয়ারার বারখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার মেয়ে ওয়াশিকা আয়েশা খান বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্য।