ক্রিকেটখেলাধুলাসকল সংবাদ

আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয় পেল রাজস্থান

রবিবার শারজাহে আইপিএলে কিংস ইলেভন পঞ্জাবকে চার উইকেটে হারাল রাজস্থান রয়্যালস।প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে পঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে তারা।

৫০ বলে ১০০ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন ময়াঙ্ক আগরওয়াল। এছাড়া লোকেশ রাহুল করেন ৬৯ রান।

বিপুল রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে দাপট দেখায় স্মিথ-সঞ্জু জুটি। তবে ব্যক্তিগত ৫০ রান করে স্মিথ আউট হয়ে যাওয়ার পরে চাপ বাড়তে থাকে রাজস্থানের উপরে। দলের ভার নিজের কাঁধে তুলে নেন সঞ্জু। মাত্র ৪২ বলে ৮৫ রান করেন তিনি।

তাঁর গুরুত্বপূর্ণ এই রানের উপরে ভর করে ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান। চার হাঁকিকে জেতান টম কারান। সঞ্জু হয় ম্যান অফ দ্য ম্যাচ।

আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয় পেল রাজস্থান
ছবি:সংগৃহীত

এদিকে, ম্যাচ শেষের পরে ট্যুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। আইপিএল কেন বিশ্বের সেরা ক্রিকেট লিগ, এই ট্যুইটে উল্লেখ করেছেন তিনি।

ম্যাচটি পুরোটাই নাটকীয় ছিল।ম্যাচে রান ছিল,ছিল অবিশ্বাস্য ফিল্ডিং। ম্যাচটি জানিয়ে দিল আইপিএল আসলেই অনন্য। এটি ছিল আইপিএলের সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়।

স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *