এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম!

এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম!

এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।

বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে স্থুল ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। তার নাম জোয়ান পেড্রো। মাত্র ৩৪ বছর বয়সের জোয়ানের ওজন ৫৯৫ কেজি।


ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোয় জোয়ানের জন্ম। ২০১৭ সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন তার দেহের ওজনের জন্য। তখন তার ওজন ছিল ৫৯৫ কেজি। কিন্তু চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে ১০০ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন।
শারীরিক এমন অবস্থার মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। চিকিৎসার মাধ্যমে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন জোয়ান। করোনায় তার রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় এখন তিনি করোনামুক্ত।


বর্তমানে তার ওজন আগের তুলনায় এক-তৃতীয়াংশ কমে মাত্র ২০৮ কেজি। করোনায় তার মাথাব্যথা, সারা শরীরে প্রচন্ড ব্যথা ও জ্বর আসত। ধীরে ধীরে তিনি করোনামুক্ত হয়েছেন। এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।

সূত্র : গালফ নিউজ/এনডিটিভি।

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *