আন্তর্জাতিকসকল সংবাদ

আফগানিস্তানে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত প্রায় ৫০

আফগানিস্তানে তালেবান এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষ।

আফগানিস্তানে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত প্রায় ৫০
প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দেশটির তিনটি প্রদেশে উভয় পক্ষের সংঘর্ষে ৩০ তালেবান ও ১৯ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

এ ব্যাপারে নানগারহার প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানান, নাগরহার প্রদেশের তিনটি জেলায় আফগান সরকার সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে দফায় দফায় সশস্ত্র হামলা চালায় তালেবানের সদস্যরা।

তিনি আরও বলেন, উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ নিরাপত্তা সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। সরকারি তথ্য মতে, দীর্ঘক্ষণের লড়াইয়ে কমপক্ষে ৩০ তালেবান যোদ্ধা নিহত হন। যদিও তালেবান সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি এই গোষ্ঠীটি।

উল্লেখ্য দীর্ঘ ১৮ বছর পর যখন আফগানিস্তান এই যুদ্ধের ইতি টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন এমন সংঘর্ষ শান্তি আলোচননার উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা যায়।

ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *