নারায়ণগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩…

নারায়ণগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩...
নারায়ণগঞ্জে যাত্রীবেশে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত তিনজন

রবিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত চালকের নাম বেলাল মিয়া (৩০)। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ এলাকার সেকান্দার আলীর ছেলে। ফতুল্লার শাসনগাও এলাকার শাহী মসজিদের পাশে হালিম মিয়ার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতো।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- ফতুল্লার ধর্মগঞ্জ মুন্সি বাড়ির নুরুল হকের ছেলে জাহিদ হাসান (২৭), মুন্সিগঞ্জের সিরাজদীখানের কালিনগর এলাকার মৃত নুর ইসলামের ছেলে রকিব (২৫)। সে চর কাশিপুর দিঘলীপট্টি এলাকার বসবাস করে। অপরজন হলো শরীয়তপুরের নড়িয়ার মৃত খলিল মোল্লার ছেলে বোরহান (২২)। সেও চর কাশিপুর এলাকার শাহিনের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, চাষাড়া থেকে গত রবিবার রাত সাড়ে ১০টায় ছিনতাইকারীরা যাত্রীবেশে ৯০ টাকা ভাড়ায় বক্তাবলী ঘাটে নিয়ে গিয়ে চালক বেলাল মিয়াকে হত্যা করে। তারপর তার অটোরিকশা ছিনতাই করে।

অটোরিকশা নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু তা দেখে তাদের পথ রোধ করে বেলালের বিষয়ে জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় বেলালের বন্ধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বেলালের লাশ উদ্ধার করে।

ইতিমধ্যে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন।

এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *