শিক্ষাঙ্গণসকল সংবাদ

চবি ক্যাম্পাসের কটেজ ভাড়া ২০ শতাংশ মওকুফের ঘোষণা

চবি ক্যাম্পাসের কটেজ ভাড়া ২০ শতাংশ মওকুফের ঘোষণা
চবি ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস সংলগ্ন কটেজগুলোর ভাড়া ২০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কটেজ মালিক সমিতি। এপ্রিল মাস থেকে এ ভাড়া কার্যকর। সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কটেজগুলোর ভাড়া, বিদ্যুৎ বিল ও অনন্য রক্ষণাবেক্ষণ খরচ পর্যালোচনা করে দেখা যায় যে,ক্যাম্পাস সংলগ্ন কটেজগুলোয় ধার্য ভাড়া বাহিরের কটেজ থেকে কম। এমন অবস্থায় সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুরোধে ও মানবিক বিবেচনায় বকেয়া ভাড়া এককালীন পরিশোধের ক্ষেত্রে ২০শতাংশ ভাড়া ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হল। এটি কার্যকর হবে এপ্রিল মাস থেকে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান। এসময় শিক্ষার্থীরা সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভাড়া ছাড় দেয়ার দাবি জানায়। সে প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হল।

স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *