“টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই”-দাবিতে কুতুবদিয়া দ্বীপে মানববন্ধন
আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলার কুতুবদিয়ায় দ্বীপ রক্ষার্থে “টেকসই বেড়িবাঁধ চাই”-দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দ্বীপের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল। উক্ত মানববন্ধনের আয়োজন করে কুতুবদিয়া উপজেলা স্টুডেন্টস ইউনিফিকেশন নামের একটি সংগঠন। এর আগে সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানববন্ধনের জন্য ব্যাপক প্রচারণা চালায়। এই দ্বীপেই বাংলাদেশের একমাত্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও কুতুবদিয়া দ্বীপ রক্ষার্থে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে দীর্ঘদিন লাখ লিখালিখি চালিয়ে যাচ্ছে দ্বীপবাসী ও সচেতন মহল।
দীর্ঘ সময় ধরে এই দ্বীপে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নেই বলে জানাই উপস্থিতরা। বার বার মানববন্ধন সহ নানা ককর্মসূচি করলেও তা কোন কাজে আসেনি বলে দাবী দ্বীপবাসীর। তাই এখন তাদের শেষ আশা ও দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
কুতুবদিয়া উপজেলা স্টুডেন্টস ইউনিফিকেশন এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোছাইন বে অব বেঙ্গল নিউজকে বলেন, আমাদের দাবী হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন, তিনি যেন কুতুবদিয়ায় একটি টেকসই বেড়িবাঁধ নিমার্ণে সহযোগিতা করেন। কেননা কুতুবদিয়া বাচলে আশেপাশের উপজেলা গুলো বাচবে। নয়তো পেকুয়া,বাশখালী সহ বাকী গুলো হুমকির মুখে পড়বে। তাই কুতুবদিয়া রক্ষা করতে হবে। একটি পর্যটন,খনি,শিল্প ও অপার সম্ভাবনার দ্বীপকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরো যোগ দেন, কুতুবদিয়া উপজেলা স্টুডেন্টস ইউনিফিকেশন এর সভাপতিঃ মোঃ নজরুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রেস ক্লাব এর সদস্যবৃন্দ, সামাজিক সংগঠন we can, সাংবাদিক বৃন্দ ও দ্বীপবাসী এবং অন্যান্য সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ।
তারা বলেন আমরা শুধু মাত্র একটি টেকসই বেড়িবাঁধ এর আশা নিয়ে, দাবি নিয়ে একত্রিত হয়েছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে আমাদের দ্বীপবাসীর এই অকুতি পৌছাবে।
বে অব বেঙ্গল নিউজ/ Bay of Bengal news