পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ৬ মাত্রার ভূমিকম্প | রাস্তায় ফাটল
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।ভূমিকম্পের উৎসস্থল আসামের গুয়াহাটির কাছে শোনিতপুর এলাকা।
বুধবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৫৪ মিনিটে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং জেলাসহ রাজ্যের দক্ষিণবঙ্গের মালদা, মুর্শিদাবাদসহ একাধিক জেলায় কেঁপে ওঠে পায়ের তলার মাটি।
এদিকে কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
কম্পনের জেরে জেলাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন অনেকে। বেশ কিছু বাড়িঘর ও রাস্তাতেও ফাটল ধরেছে।
তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা জায়নি।