শেখ হাসিনার জন্মদিনে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ করা হয়।
এ বিষয়ে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘সারাদেশ ব্যাপী আজ উৎসবমুখর পরিবেশে আমাদের আশা আকাঙ্খার প্রতীক জননেত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরাও ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেছি।’
এসময় শেখ আবরার, আরিয়ান জিসানসহ ওয়ার্ড ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।