পুলিশ পরিচয়ে ছিনতাইকালে মাগুরার ০২ জন ফরিদপুরে গ্রেপ্তার
ফরিদপুরঃ পুলিশ পরিচয়ে এক দম্পতির কাছ থেকে নগদ অর্থ এবং একটি অটোভ্যান গাড়ি ছিনতাই কালে সোহাগ ও জামির নামে মাগুরার একটি রাজনৈতিক দলের দুই সক্রিয় কর্মীকে আটক করেছে ফরিদপুর জেলার মধুখালি থানা পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) রাতে মাগুরার পার্শ্ববর্তি ফরিদপুর জেলার ওই উপজেলার আড়কান্দি ব্রিজের উপর থেকে তাদের আটক করে মধুখালি থানা পুলিশ।
মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বে অব বেঙ্গল নিউজকে জানান, ‘এক দম্পতি ওই রাতে কুষ্টিয়া থেকে অটোভ্যানে করে মুধুখালিতে আসে। তারা আড়কান্দি ব্রিজ এলাকায় পৌঁছলে মাগুরার সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আবদুল মান্নানের চেলে সোহাগ এবং আক্কাস শিকদারের ছেলে জামির হোসেন নিজেদের পুলিশ পরিচয়ে ওই অটোভ্যানটির গতিরোধ করে।
পরে তাদের কাছ থেকে নগদ অর্থ ও অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
শনিবার আটককৃতদের নামে মামলা রুজুর পর আদালতে প্রেরণ করলে, আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।