স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতা
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতা।
সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় শুরু হয়। বৈঠকটি চলে আনুমানিক রাত ১১টা পর্যন্ত।
বৈঠক শেষে, হেফাজতে ইসলামের নেতারা বেরিয়ে আসেন। হেফাজত নেতাদের বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মামুনুল হকের ভ্রাতা মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আলোচনা হয়েছে, কিন্তু আর কিছু বলার নাই।’
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব নূরুল ইসলাম জিহাদি ‘আমি অসুস্থ’ এ কথা বলে চলে যেতে চান। পরে সাংবাদিকদের অনুরোধে বলেন, ‘আমরা একটু কথা বলেছি।’
এরপর হেফাজত নেতারা দ্রুত গাড়িতে উঠে চলে যান।
বৈঠকে এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন দলটির হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জেহাদী, দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী, মামুনুল হকের ভাই বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমঝোতার চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারা গ্রেফতারে খানিকটা পিছপা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার হন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা মামুনুল হক।
এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।