হেফাজতের পক্ষ থেকে মামুনুলকে অব্যাহতি দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি || বাবুনগরী
হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ আহমেদ বাবুনগরী জানিয়েছেন, মামুনুল হকের বিষয়টি ব্যক্তিগত, হেফাজতের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আনুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন বাবুনগরী।
সাম্প্রতিক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নানা ঘটনা এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলার বিষয় নিয়ে জরুরি মিটিংয়ে বসেছিল দলটির কেন্দ্রীয় নেতারা।
জুনায়েদ আহমেদ বাবুনগরী জানান, মামুনুল হকের ২য় বিবাহ শরীয়ত সম্মত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।
জানা গেছে, সংগঠনের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রায় ৩৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
সভা শেষে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের অব্যাহতির গুঞ্জন উড়িয়ে দেন বাবুনগরী।