হেফাজতের বিরুদ্ধে সাত মামলা । সকল আসামী অজ্ঞাত
হেফাজতে ইসলামের কর্মীদের হামলা-তাণ্ডবের ৫ দিন পর চট্টগ্রামের হাটহাজারীর ভূমি অফিসে ভাঙচুর, হাটহাজারী থানার ভবনে হামলা, ডাকবাংলোয় আগুন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৬ টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ একই অভিযোগে পটিয়া থানায় আরও একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে হাটহাজারী থানায় ৪ টি ও পটিয়া থানায় ১ টি মামলার বাদী হলো পুলিশ। আর এদিকে ভূমি অফিসের কর্মকর্তারা দায়ের করেছেনন ২টি মামলা। কিন্তু প্রায় ২ হাজার জনকে মামলা গুলোতে আসামি করা হলেও সবাই অজ্ঞাতনামা। ৭ টি মামলার সব আসামিই অজ্ঞাত।
এসপি এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলা গুলো সন্ত্রাস বিরোধী আইনে করা হয়েছে। তাই দায়ের করা মামলাগুলো তদন্তের মাধ্যমে আসামিদের সনাক্ত করা হবে।
হাটহাজারি থানা ভবনে হামলার অভিযোগে করা মামলায় অজ্ঞাতনামা এক হাজার আটশ থেকে দুই হাজার জনকে আসামি করা হয়েছে। ভূমি অফিসে হামলায় করা ২ মামলায় অজ্ঞাতনামা ২০০ জন করে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।