শোক দিবসে হালিশহর থানা ছাত্রলীগ জাতির পিতার প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হালিশহর থানা ছাত্রলীগ।
“কাঁদো বাঙালি কাঁদো” আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট ঝড় নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের উপর।
রবিবার ১৫ই আগষ্ট সকালে চট্টগ্রাম নগরীর বড়পোল মোড়ে বঙ্গবন্ধু মোড়লে পুষ্পস্তবক অর্পণ করেন থানা ছাত্রলীগ নেতা-কর্মীরা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান ছাত্রলীগের কর্মীরা।
থানা ছাত্রলীগের সভাপতি আশফাক অভি ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম এর নেতৃত্বে থানা ছাত্রলীগের এই কর্মসূচি পালন করা হয়।এতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের নেতা এবং হালিশহর থানা ছাত্রলীগের কর্মীরা।