চট্টগ্রাম

চট্টগ্রামে হেফাজত নেতা হারুন ইজহার গ্রেফতার

চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদরাসা থেকে  প্রভাবশালী হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হারুন ইজাহার সদ্য বিলুপ্ত হেফাজত ইসলামের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছিলেন।
চট্টগ্রামে হেফাজত নেতা হারুন ইজহার গ্রেফতার
চট্টগ্রামে হেফাজত নেতা হারুন ইজহার গ্রেফতার
বুধবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করা হয়।  

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রাত ১২টার দিকে  মুফতি হারুন ইজহারকে ওই মাদরাসা থেকে র‍্যাবের একটি টিম গ্রেফতার করে।

মুফতি হারুন ইজহারের ব্যাক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ব্যাপারে র‍্যাবের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে মুফতি হারুন ইজহারের বিরুদ্ধে।

এছাড়া হারুন ইজহারের বিরুদ্ধে মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ, শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনাসহ সর্বমোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ এবং দুই মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় হারুন ইজহার দীর্ঘদিন কারাভোগও করেন।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ