হাবু ভাই জীবিকার তাগিদে কাতার
সাম্প্রতিক প্রশংসিত ও আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির সিজন তিনের প্রচার চলছে বর্তমানে। এ নাটকের অন্যতম দর্শকপ্রিয় চরিত্র ‘হাবু ভাই’।
এ চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম। শুরু থেকেই তার সংলাপ এবং অভিনয়ের কারণে দর্শকহৃদয়ে করে নিয়েছেন নিজস্ব জায়গা।
ভক্তদের জন্য নিতান্তই দুঃসংবাদ যে, জনপ্রিয় এ নাটকে হাবু ভাইকে আর দেখা যাচ্ছে না। জীবিকার সন্ধানে তাকে চলে যেতে হয়েছে কাতার।
কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে হাবু ভাইয়ের বিদেশ যাওয়ার দৃশ্যের চিত্রায়ণ। তাকে এয়ারপোর্টে বিদায় জানাতে গিয়েছেন কাবিলা,শুভ ও অন্যান্যরা।
হাবু ভাইয়ের বিষয়টিকে মনে স্মরণ করে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। হাবু ভাইয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমরা আপনাকে অনেক মিস করব চাষী আলম হাবু ভাই।’
তার পোস্টে হুমড়ি খেয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তারাও হাবু ভাইকে স্মরণ করেছেন।কেউ কেউ তাকে ফিরিয়ে আনার কথাও বলেছেন।
এদিকে সামি লিখেছেন, ‘ওই মানুষটার জন্য ভালোবাসা সবসময় থাকবে।’
প্রিন্স রাশেদ লিখেছেন, ‘এই রকম করে একের পর এক সবাই চলে গেলে কীভাবে মেনে নেবো, নতুন কাউকে চাই না। উনাদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ রইল।’
Bay of Bengal news / বে অব বেঙ্গল নিউজ