চট্টগ্রামসারাদেশ

রামুর উঁচু পাহাড় থেকে পড়ে মা হাতির মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় উঁচু পাহাড় থেকে পড়ে একটি মা জাতের বন্য হাতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

রামুর উঁচু পাহাড় থেকে পড়ে মা হাতির মৃত্যু
রামুর উঁচু পাহাড় থেকে পড়ে মা হাতির মৃত্যু
মঙ্গলবার সকালে পথচারীরা হাতির মরদেহ দেখতে পেয়ে ভোমরিয়াঘোনা বিট অফিসে খবর দেয়। পরে বনবিভাগের লোকজন এসে হাতিটির মরদেহ উদ্ধার করে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সোমবার মধ্যেরাতে রামুর ঈদগড় সড়কের
পানের ছড়া ঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সড়কের দক্ষিণ পাহাড় থেকে নিচে পাকা ড্রেনের উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ওই হাতিটি মারা যায়।

ধারণা করা হচ্ছে মা জাতের এ হাতিটির বয়স ৩০ বছর।

ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, পাহাড়ে খাবারের সন্ধানে বের হয়ে উঁচু পাহাড় থেকে বন্যহাতিটি পাকা ড্রেনের ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, মৃত হাতিটির মাথার অনেকটা ড্রেনের ভেতর আটকে ছিল।এ অবস্থা দেখে মনে হয়েছে হাতিটি মাথায় বেশ আঘাত পেয়েছে।

ইতিমধ্যে, ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ময়না তদন্তের পর হাতির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান তিনি।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ