হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবা তৈরির কাঁচামাল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবা তৈরির কাঁচামাল জব্দ করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য জানান।
বুধবার সন্ধ্যায় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শাহজালাল বিমানবন্দরে এ ধরণের মাদক প্রথমবারের মত আটক করা হয়েছে। আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্সের মাধ্যমে গার্মেন্টেস পণ্যের প্যাকেটে বিশেষ কায়দায় এ মাদক পাচার করা হচ্ছিলো।
তিনি আরও বলেন,গার্মেন্টস পণ্যগুলো নেপচুন ফ্রেইট লিমিটেড নামে একটি কোম্পানির। কোম্পানিটির মালিকের নাম রুবেল হোসেন এবং কারখানা কেরানীগঞ্জে। পণ্যগুলো প্যাকেজিং করা হয় ইউনাইটেড ট্রেড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।
তিনি আরও জানান, আজ রাতেই পণ্যগুলো হংকং পাঠানোর কথা ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ