স্টেশনে মৃত মাকে ডেকে তুলতে না পারা সেই শিশুর পাশে শাহরুখ
স্টেশনে শুয়ে আছেন মৃত মা। গায়ের চাদর টেনে এক ছোট শিশু মাকে ডেকে তোলার চেষ্টা করছে। এই মর্মান্তিক ভাইরাল দৃশ্যটি আপনাদের মনে আছে। সেই শিশুর পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিহারের এই শিশুর দায়িত্ব নিল শাহরুখ খানের মীর ফাউন্ডেশন।
বর্তমানে দাদুর হেফাজতে রয়েছে মা-হারা ওই ছোট্ট শিশু। মীর ফাউন্ডেশনের তরফে ওই শিশুর একটি ছবিও প্রকাশ করা হয়।
শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন যোগাযোগ করে ওই শিশুর পরিবারকে সাহায্য করেছে। সোমবার মীর ফাউন্ডেশন একটি টুইট করে ধন্যবাদ জানায়, যাঁরা ওই শিশু এবং তার পরিবারকে খুঁজতে সাহায্যে করেছে।
এরপর মীর ফাউন্ডেশনের টুইটকে রিটুইট করেন কিং খান লিখেন, আমরা সকলেই প্রার্থনা করি পিতামাতার হারানোর দুর্ভাগ্যজনক ক্ষতির মোকাবিলায় শক্তি পায় যেনো। আমি জানি অভিভাবক হারানোর যন্ত্রণা। আমাদের ভালোবাসা ও সহযোগিতা তোমার সঙ্গে।
জানা যায়, অরবিনা খাতুন নামে ওই মহিলা শ্রমিক স্পেশাল ট্রেনে গুজরাট থেকে বিহার ফিরেছিলেন। ক্লান্ত শরীর নিয়ে মুজফফরপুর স্টেশনেই ঘুমিয়ে পড়েন ওই মহিলা। সেখানেই মৃত্যু হয় তার।