সৌদি এয়ারলাইন্সের টিকেট বিক্রি শুরু
টিকেট বিক্রি শুরু করেছেন সৌদি এয়ারলাইনস। সৌদির ভিসা ঐকা মায়ের ভিত্তিতে দেয়া হচ্ছে এ টিকেট। সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে সৌদি ইকামা বা ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই তারা প্রবাসীদের সৌদি পাঠানোর ব্যবস্থা করছেন।
যাদের মেয়াদ আগে শেষ হবে তাদের মোবাইলে এসএমএস এর ভিত্তিতে জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।
আগামী দশ বারো দিনের মধ্যে যদি প্রবাসীরা কাজে যোগদান না করেন তবে ভিসা বাতিলের কথা বলছেন সৌদি কফিল রা।
সৌদি থেকে মালিক কর্তৃপক্ষ রা বলছেন ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু প্রবাসীরা বলছেন যদি তারা ১৪/১৫ দিনের মধ্যে সৌদিতে না পৌঁছায় তবে মালিক বা কফিল বলছেন তাদের ভিসার মেয়াদ থাকবে না তাদের চাকরি চলে যাবে।
এই নিয়ে প্রবাসীরা বেশ সন্ধিহান ও চিন্তিত।