সেই চুয়েট শিক্ষার্থী সৌরভ চৌধুরী ২ দিনের রিমান্ডে
চুয়েট শিক্ষার্থী সৌরভ চৌধুরীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কমেন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল চুয়েট শিক্ষার্থী সৌরভকে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম কোর্টে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিনের আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
***চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ
বিষয়টি নিয়ে রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, “আসামি সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেছি আমরা। বিজ্ঞ আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চুয়েট শিক্ষার্থীদের ‘চুয়েট আড্ডা’ নামের একটি গ্রুপে সৌরভ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অশালীন মন্তব্য করেন। পরে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।