সিলেটে আবার ধর্ষণ-শিবির কর্মী অভিযুক্ত এবং পলাতক
সিলেটঃ সিলেট যেন ধর্ষণের রেশ কাটাতেই পারছেনা। এমসি কলেজের ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এক নাবালিকা কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক শিবির কর্মীর বিরুদ্ধে। ওই কিশোরী এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।
কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর।
সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা এজহার সূত্রে জানা গেছে সুনামগঞ্জের জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের পুত্র বর্তমানের নগরীর দাড়িয়াপাড়া বাসিন্দা সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাত্রশিবির সাথী রাকিব হোসেন নিজু বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে।
গত মঙ্গলবার সিলেট নগরীর দাড়িয়াপাড়া, মেঘনা ১৪/৬ নং বাসার ছাদের একটি কক্ষে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানা গেছে। ধর্ষনের পর কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।
কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করেছেন। এ ঘটনার পর অভিযুক্ত রাকিব হোসেন নিজু পালিয়ে গেছে এবং এখন সে পলাতক বলে জানান পুলিশ।
ডব্লিউ বি বি ও / সিলেট / বে অব বেঙ্গল নিউজ