সিনহা হত্যাঃ পুলিশের সাজানো ৩ সাক্ষী ফের রিমান্ডে…
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ৩ সাক্ষীকে প্রথমবারের ৭ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। সাক্ষীরা হলেন নুরুল আমিন, মোহাম্মদ আয়াস ও নিজাম উদ্দিন।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে র্যাবের মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে একটি দল জেলা কারাগার থেকে তাদের বের করে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে র্যাব-১৫ কার্যালয়ে নিয়ে যান।
এছাড়া দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা নীলিমা রিসোর্ট পরিদর্শন করেছেন। শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলেন এ কর্মকর্তা।
বিবিএন / স্টাফ রিপোর্টার।