সিনহা হত্যাঃ এবার স্বীকারোক্তি বাকী ২ এপিবিএন সদস্যের…
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় এনিয়ে মোট তিন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে আসামিদেরকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্ন ফারাহর আদালতে হাজির করা হলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে গত বুধবার (২৬ আগস্ট) এপিবিএনের অপর সদস্য কনস্টেবল আবদুল্লাহ একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই তিন এপিবিএন সদস্য ৩১ জুলাই রাতে সিনহা হত্যাকাণ্ডের সময় শামলাপুর চেকপোস্টে দায়িত্ব পালন করেছিল।
গত ২২ আগস্ট এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে নিজেদের হেফাজতে নিয়েছিল তদন্তকারী সংস্থা র্যাব। এই তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, এপিবিএনের এ দুই সদস্য সিনহা হত্যার ঘটনা বিস্তারিত বর্ণনা দিয়েছেন।যারা হলেন, এপিবিএনের এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব। পরে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। তবে মামলার তদন্তকারী সংস্থা র্যাব এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো কথা বলেননি।
তাছাড়া ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিত তদন্তকারী সংস্থা র্যাব হেফাজতে রিমান্ডে রয়েছে।
বিবিএন / স্টাফ রিপোর্টার ।