সিনহাসহ তার সহকর্মীদের ২৯ ইলেকট্রনিক ডিভাইস ফেরত দিলো পুলিশ…
জব্দ তালিকা কেন ৫ দিন পর আদালতে পাঠানো হলো সে বিষয়ে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখা দিতে রামু থানার ওসিকে নির্দেশ দিয়েছেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হেলালউদ্দীন। অবশেষে আদালতের আদেশে সিনহা ও তার সহকর্মীদের ২৯ ইলেকট্রনকি ডিভাইস র্যাবের কাছে হস্তান্তর করেছে রামু থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে দশটা থেকে ঘণ্টা দুয়েক সময় ধরে ডিভাইসগুলো বুঝে নেন র্যাবের কর্মকর্তারা।
গত ৩১ শে জুলাই রাতে শামলাপুরে চেকপোষ্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহত হওয়ার পরপরই নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে রামু থানা পুলিশের জব্দ করা ২৯টি ইলেকট্রনিক ডিভাইস বুঝে নিল র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে ঘণ্টা দুয়েক সময় ধরে ডিভাইসগুলো বুঝে নেন র্যাবের কর্মকর্তারা। এর আগে কক্সবাজার সদর থানা ও টেকনাফ থানার ওসিকে বদলি করা হয়। ওই দিন দুপুরে ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষা করতে পুলিশের আবেদন খারিজ করেন আদালত।
এর আগে, কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ খায়রুজ্জামানকে দায়িত্ব নেয়ার তিনদিন পর ও টেকনাফ থানার ওসি মো. আবুল ফয়সলকে ১০ দিন পর বদলি করা হয়। এদিকে, ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় প্রতিবেদন দিতে আরো সাতদিন সময় চেয়েছে তদন্ত কমিটি।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।