সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়লো ৫ মে পর্যন্ত
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউন বা ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়িয়ে ৫ মে পর্যন্ত লকডাউন বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় কতৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত এ লকডাউন বিধিনিষেধ বহাল থাকবে।
বুধবার শেষ হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ লকডাউন চলবে আগামী ০৫ মে পর্যন্ত।
সরকার করোনা সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়।
সে দিন থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সেই সঙ্গে বন্ধ রয়েছে সব গণপরিবহন।
তবে জরুরি সেবা, ব্যাংক ও গার্মেন্টস কারখানা লকডাউনের বাইরে রয়েছে।
এর আগে, গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।