প্রবাল-আরিফকে সভাপতি-সাধারণ সম্পাদক করে “সরকারি কমার্স কলেজ প্রাক্তণ শিক্ষার্থী সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এর কমিটি গঠন
“সরকারি কমার্স কলেজ প্রাক্তণ শিক্ষার্থী সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এর নতুন কমিটি গঠিত হয়েছে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন।
২৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ অনুষদ ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী প্রবাল পাল কে সভাপতি এবং সমাজবিজ্ঞান অনুষদ ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরিফুল হক চৌধুরী কে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি প্রবাল পাল বলেন, ‘প্রতি বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে সরকারি কমার্স কলেজের একঝাঁক মেধাবী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পদার্পণ করে। নবীন ভাই-বোনদের নতুন পরিবেশে সকল ধরনের সহযোগিতা প্রদানে আমাদের সংগঠন অতীতের ন্যায় কাজ করবে।’
সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী বে অব বেঙ্গল নিউজকে বলেন, ‘সরকারী কমার্স কলেজের সাথে আমাদের আত্মার বন্ধন। কমার্স কলেজ থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্ঞানার্জন করতে আসে সেইসব শিক্ষার্থীদের একই মঞ্চে নিয়ে আসার একটি প্রয়াস এই সংগঠন। যেকোন সমস্যা সংকটে একে অপরের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে আনন্দের সাথে বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করতে পারব বলে আশা রাখি।’
উল্লেখ্য ২০১৯ সালে যাত্রা শুরু করে সরকারী কমার্স কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি। সেই থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নানামুখী সামাজিক, সাংস্কৃতিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।