সভাপতি রিদুয়ান ও সাধারণ সম্পাদক পায়েল | পিসিআইউতে “কক্সবাজার স্টুডেন্ট’স এসোসিয়েসন” এর পূর্নাঙ্গ কমিঠি গঠিত
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) তে অধ্যয়নরত চট্টগ্রাম কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন “কক্সবাজার স্টুডেন্ট’স এসোসিয়েশন” এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
৭ই নভেম্বর (রবিবার) পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনজন বর্তমান ও প্রাক্তণ শিক্ষক উপদেষ্টা ও চারজন ছাত্র উপদেষ্টার স্বাক্ষরিত বিবৃতিতে “কক্সবাজার স্টুডেন্ট’স এসোসিয়েশন” এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আগামী এক বছরের জন্য অনুমোদিত ৩৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রিদুয়ান হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের ১৫ত তম ব্যাচের শিক্ষার্থী আহসানুল কবির পায়েল।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক পায়েল বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ধারণ করে আমাদের এসোসিয়েশনের যাত্রা। কক্সবাজার জেলার পিসিআইইউ তে অধ্যয়নরত সকলকে একত্রিত করাই আমাদের মূল লক্ষ্য।’
কমিটির অনুমোদনে স্বাক্ষর করা ছাত্র উপদেষ্টারা সকলেই উক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।