হারবাং আরকান সড়কে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষ
হারবাং ইনানী সংলগ্ন চৌ মিল এলাকায় আরকান সড়কে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষ হয়।
আজ ২৬মে দুপুর ১২ টা নাগাদ হারবাং আরকান সড়কে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দূঘটনা ঘটে।
দুর্ঘটনা স্থলে কেউ মারা যাননি। গুরুতর ভাবে অহত হয়েছেন যাত্রীরা। হতাহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।