সারাদেশ

শিশু বক্তার মোবাইলে পাওয়া গেছে পর্ণো ভিডিও

রফিকুল ইসলাম মাদানী যিনি শিশু বক্তা হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে তার সম্পর্কে নানা ঘটনা।
শিশু বক্তার মোবাইলে পাওয়া গেছে পর্ণো ভিডিও

বক্তা হিসেবে আলোচিত এই শিশু বক্তা ব্যক্তি জীবনেও বেশ আলোচিত-সমালোচিত। তার হাতে থাকা মোবাইল ফোনে মিলেছে বেশ কিছু পর্নো ভিডিও (অশ্লীল ভিডিও চিত্র); রয়েছে তার নিজের বিয়ে নিয়েও অস্পষ্টতা।

আজ বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রাম থেকে রফিককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বয়স ২৬ বছর।

গ্রেফতারের পর আজ বিকেলে তার বিরুদ্ধে ঢাকার গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এদিকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব।

র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, শিশু বক্তা রফিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তার ফোনে তল্লাশি চালালে র‍্যাব বেশ কিছু পর্নো ভিডিও পায়।

এছাড়া আসমা বেগম নামের এক নারীকে তিনি বিয়ে করেছেন বলে যে দাবি জানিয়েছেন। তা নিয়েও বিভিন্ন তথ্য পাওয়া গেছে। ওই নারীর সঙ্গে রফিকুল ইসলাম মাদানীর সামাজিকভাবে বিয়ে হয়নি। বিয়ে নিয়ে অনেক অস্পষ্টতা রয়েছে।

রফিকুল ইসলাম মাদানী তিনি গাছা থানাতেই তার সর্বশেষ ওয়াজে উস্কানিমূলক বক্তব্য দেন বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ