আমি একশো ভাগ খাঁটি সিঙ্গেল: শবনম ফারিয়া
নিজেকে এবার খাঁটি সিঙ্গেল দাবি করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
গতকাল (৪ জানুয়ারি) শবনম ফারিয়া তার ফেসবুক একাউন্টে পোস্টকৃত একটি স্ট্যাটাসে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেন, “বনানী বাসা নাও প্লিজ, আমিও আসবো থাকতে।” উত্তরে ফারিয়া বলেন, “না না , তুমি ধানমন্ডির থাকো!আমি এখন ১০০ ভাগ খাঁটি সিংগেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব!!!এমন কইরো না আমার সাথে ! “
শবনম ফারিয়া তার স্ট্যাটাসে লিখেছিলেন, “শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা , এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহড়ের সব সুন্দর ছেলেরা বনানী!!! প্লিজ কেউ কিছু একটা করেন! নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন! ঝুলে ঝুলে যাইগা….”
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ফেসবুক স্ট্যাটাস দিয়ে শবনম ফারিয়া তার বিবাহ বিচ্ছেদের কথা জানান। এরই প্রেক্ষিতে এক বছর নয় মাসের মাথায় বৈবাহিক জীবনের ইতি টানেন ফারিয়া ও অপু জুটি।
বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS