লুকোচুরি খেলতে ডেকে নিয়ে এক শিশুকে গণধর্ষণ…
ভারতের ত্রিপুরার পশ্চিম প্রান্তের তাবারিয়া জেলায় লুকোচুরি খেলতে ডেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের এক শিশুকে গণধর্ষণ করেছে সাত শিশু।
পরিবারের দাবি, ওই ৭ ছেলেকেই মেয়েটি আগে থেকে চিনত। তাই ডাকলেও ভয় পায়নি। নির্দ্বিধায় চলে যায়। এছাড়া জানা যায়, অভিযুক্ত ৭ শিশুই একই এলাকার এবং মেয়েটি তাদের ভাই বলেই ডাকত।
মেয়েটির পরিবার জানিয়েছে, ঘটনার পরে সেই মেয়েটি বাড়ি ফিরে এসে সব ঘটনা বাবা-মাকে জানায়। এরপর শনিবার (২৯ আগস্ট) থানায় অভিযোগ দায়ের হয়।
এবিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রিয়া মাধুরি মজুমদার বলেন, শুক্রবার (২৮ আগস্ট) ঘটনাটি ঘটে। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তিনি আরো জানিয়েছেন, লুকোচুরি খেলার নাম করে ওই সাত জন মেয়েকে ডেকে নিয়ে যায়, তারপর ধর্ষণ করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬ শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। একজন পলাতক। আটক চারজনকে ভারতের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। বাকি দু’জনের করোনা রিপোর্ট পজেটিভ আসায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
এছাড়া বাকি একজন আসামিকেও অতি শীঘ্রই পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানায় পুলিশ।
বিবিএন / স্টাফ রিপোর্টার।