লকডাউন এবার পুরো দিল্লি
আন্তর্জাতিক: দিল্লিতে ৭ দিনের লকডাউন শুুরু হচ্ছে।শনিবার (১৭ এপ্রিল) থেকে করোনার বিস্তার ঠেকাতে এ কারফিউ শুরু হয় ভারতের রাজধানী দিল্লিতে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাউজালের বৈঠকের পরই দিল্লি রাজ্য সরকার এ সিদ্ধান্ত নেয়।
এক্ষেত্রে এই লকডাউনে রেস্তোরাঁ, শপিংমল, জিম, প্রেক্ষাগৃহও বন্ধ থাকছে। তবে অনলাইনে খাবার হোম ডেলিভারি করা যাচ্ছে।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আমরা জনগণের জন্যই এই নিয়ন্ত্রণ জারি করছি। যদি আমরা করোনার শৃঙ্খল ভাঙতে চাই, অবশ্যই এই নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। তাই আমরা এপ্রিলের ১৭ তারিখ থেকে দিল্লিতে কারফিউ জারি করছি।
উল্লেখ্য করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৭৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের।
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, আমাদের জারি করা কারফিউর সময় অত্যাবশ্যকীয় কাজকর্ম সব চলবে। বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে, তবে লাগবে কারফিউ পাস। বাজারও করা যাবে, তবে আমরা তা আমাদের নিয়ন্ত্রণে রাখব।’