সারাদেশ

বিদেশী অতিথিদের নিরাপত্তায় র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আজ থেকে বিদেশী অতিথিদের নিরাপত্তায় র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
আজ থেকে বিদেশী অতিথিদের নিরাপত্তায় র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ থেকে জল, স্হল এবং আকাশ পথে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।বিশেষ করে যেসব এলাকা দিয়ে বিদেশী অতিথিরা চলাচল করবেন, সেসব স্হানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিভিন্ন স্হানে বসানো হচ্ছে র‍্যাব চেকপোস্ট। সেইসব চেকপোস্টে সন্দেহভাজন বা অতিথিদের চলাচলের স্হানে অপরিচিত যে কাউকে শনাক্তকরণে র‍্যাব একটি বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করবে যা On sight identification and verification system নামে পরিচিত। এর মাধ্যমে ওই ব্যাক্তির নাম, পরিচয়, ঠিকানা পূর্ববর্তী অপরাধের রেকর্ড মুহুর্তে জানা যাবে। এছাড়া রাজধানী জুড়ে র‍্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট এবং র‍্যাব স্পেশাল ফোর্সের টহল থাকবে।

বিদেশী ভিভিআইপিদের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে এধরণের যেকোন কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকে। তাই সতর্ক থাকুন আগামী ১০ দিন,আপনার হাতেই দেশের সুনাম।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *