রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকান্ড
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুর দুইটার দিকে উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-১০ এর এইচ (H) ব্লকে আগুন লাগে বলে জানা গেছে। কয়েকটি ঘর এই অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।
আগুনের বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান গণমাধ্যমকে বলেন, “আমাদের লোকজন ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনো বলা যাচ্ছেনা।