রেজিস্ট্রেশন চলছেঃ “চিটাগাং আইডল” সিজন-০১ আসছে শীঘ্রই
নতুন সাজে সাজবে চট্টগ্রাম। শুরু হতে যাচ্ছে “চট্টগ্রাম আইডল” সিজন-০১।
ঢাকার ছেলেমেয়েরা সুযোগের ক্ষেত্রে অনেক এগিয়ে থাকলেও বন্দরনগরী চট্টগ্রাম আছে অনেক পিছিয়ে। এই পিছিয়ে থাকা মিটাতে চট্টগ্রামে নিখুঁত, পরিষ্কার সাংস্কৃতিক অঙ্গন গঠন সহ শিল্পী কিংবা আর্টিস্টের যে স্বল্পতা তা দূর করার লক্ষ্যে এই প্রথমবারের মত আয়োজন হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘চিটাগাং আইডল’ সিজন-০১।
‘চিটাগাং আইডল’ এর অন্যতম আয়োজক হাসান শান্ত বলেন, ‘চিটাগাং আইডল’ এ শুধুমাত্র সৌন্দর্যের বিচার করবেনা, পাশাপাশি প্রতিযোগিদের দক্ষতা, অভিজ্ঞতার ও ইচ্ছার বিষয়গুলোর উপরও অগ্রাধিকার দেয়া হবে। পুরো পৃথিবী যখন পাল্লা দিয়ে তাদের প্রতিভা এগিয়ে যাচ্ছে, তখন চট্টগ্রামের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে ভয় পাচ্ছে। ‘চিটাগাং আইডল’ সিজন-০১ সেই ভয় দূর করে প্রতিভাবানদের নিয়ে কাজ করতে চায়।
এছাড়া এই আয়োজক আরো বলেন, চারটি রাউন্ডের মধ্য দিয়ে সম্পন্ন হবে ‘চিটাগাং আইডল।’ রেম্প ওয়াক, ফটোশুট, ওভিসি, শর্ট ফিকশনসহ বিভিন্ন ধাপে দক্ষ বিচারক মন্ডলীরা খুঁজে বের করবেন প্রকৃত ট্যালেন্টদের। মোট ৫০ জন হতে সর্বশেষ নির্বাচিত হবে সেরা ১০ জন। গ্রান্ড ফিনালে সেরা ২ এর সাথে থাকবে ২ জন রানার্স আপ।
ইতোমধ্যেই শুরু হয়েছে ‘চিটাগাং আইডল’ এর রেজিষ্ট্রেশন প্রক্রিয়া। খুব শীঘ্রই শুরু হবে প্রথম রাউন্ড।
রেজিষ্ট্রেশন করা যাচ্ছে চিটাগাং আইডলের অফিসিয়াল পেইজে মেসেজ করে অথবা ওয়েবসাইটে ভিজিট করে যথাযথ তথ্য আর ছবি দিয়ে।
বে অব বেঙ্গল নিউজ / চট্টগ্রাম