হালিশহরে নগর ছাত্রলীগ নেতা রেজাউল আলম রনির ব্যবস্থাপনায় ইফতার বিতরণ
সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিনের পক্ষ হতে উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মো: রেজাউল আলম রনির ব্যবস্হাপনায় ইফতার বিতরন করা হয়।
রবিবার (৯ মে) হালিশহর ২৬নং ওয়ার্ডে উক্ত কর্মসূচী পালিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন মইন্যা পাড়া মহল্লা কমিটির সাধারন সম্পাদক মনজুর আলম, খোর্শেদ আলম, সাবেক ছাত্রনেতা সিরাজুল মওলা সজীব, আজিজুর রহমান ফয়সাল, শাহেদ বিন ইউসুফ, আমজাদ খান, শেখ মো: সোহেল, একরামুল হক রানা, মফিজুল আলম রবিন ও প্রমুখ।
কর্মসূচীর অন্যতম ব্যবস্থাপক চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি বলেন, ‘জননেতা আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন তার কর্মীদের এই দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মকভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় মে দিবসে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।’
এছাড়া উপস্থিত ছিলেন হালিশহর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুল ইসলাম, রিন্টু আহমেদ, নুর ই আলম রাহি, ইয়াকুব হাসান জুয়েল, মো:ফারুক, আজগর হোসেন ফরহাদ, ইয়াকুব উদ্দিন রিমন ও প্রমুখ ।